জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধভাবে সয়াবিন তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলাম জানান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গণমাধ্যমকে বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে শহরের তপু এন্টারপ্রাইজ ও জননী তেল ভাণ্ডারে অভিযান চালানো হয়। এ সময় তপু এন্টারপ্রাইজে ৫৬ হাজার ১০০ লিটার ও জননী তেল ভাণ্ডারে সাড়ে ২৫ হাজার লিটার সয়াবিন তেলের অবৈধ মজুদ পাওয়া যায়।