সাজনু জানন, এই গুদারা ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হয়। কিন্তু দুর থেকে নৌকার মাঝিদের চিহ্নিত করতে না পেরে অনেক সময় দূর্ঘটনা ঘটছে নদী পথে। এই নদী দিয়ে রাতদিন ফেরী, জাহাজ, অন্যান্য নৌকা, বাল্কহেডের পাশাপাশি প্রচুর নৌযান চলাচল করে। রিফ্লেকটিভ এই এপ্রোন এর জন্য এখন নৌকাসহ মাঝিকে চিহ্নিত করতে সহজ হবে। ফলে অনেক অংশে দূর্ঘটনা কমে আসবে।
রিয়েল জানান, বর্তমানে নদী পথে ঘটে যাওয়া অনেক দূর্ঘটনার কথা মাথায় রেখে মাঝিদের জন্য রিফ্লেকটিভ এপ্রোন এর ব্যবস্থা করেছেন। এতে করে যাত্রীদের ভিড়ে মাঝিকে চিহ্নিত করতে যেমন সুবিধা হবে রাতের বেলা তেমনি নদীর মাঝে বড়বড় নৌযান গুলোর জন্যও যাত্রীবাহী ট্রলার গুলোকে চিহ্নিত করতে সহজ হবে এবং দূর্ঘটনা এড়ানো সম্ভব হবে।