শারীরিক উপস্থিতিতে ১৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত মাসব্যাপী অমর একুশে বইমেলা আয়োজনের জন্য বাংলা একাডেমিকে লিখিত প্রস্তাব দিয়েছেন প্রকাশকরা।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে প্রকাশকদের দুই সংগঠন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পক্ষে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বরাবর চিঠি দেওয়া হয়।
বাংলা একাডেমিকে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, আমরা মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমির কাছে লিখিত প্রস্তাব পাঠিয়েছি। আমরা ১৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত মাসব্যাপী অমর একুশে বইমেলার আয়োজনের প্রস্তাব দিয়েছি।
প্রকাশক সূত্রে জানা যায়, স্বাস্থ্যবিধি মেনে কিভাবে অমর একুশে বইমেলার আয়োজন করা যায় সে বিষয়ে আগেই একটি প্রস্তাবনা বাংলা একাডেমিকে প্রকাশকরা পাঠিয়েছিল। নতুন প্রস্তাবে তারা বইমেলার সময় এবং বইমেলা প্রকাশকদের অর্থ জমা দেওয়ার দিন ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা আবেদন করেছে।