আজ বাগেরহাট এন সি টি এফ এর আয়োজনে সারাদেশের শিক্ষার্থীদের জন্য সাইবার সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । অনলাইনে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান জনাব মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক জনাব আ.ন.ম. ফয়জুল হক। সাইবার অপরাধ খুব দ্রুত গতিতে বাড়ছে। শিশুরা বা কোমলমতি শিক্ষার্থীরাও এর শিকার হচ্ছে প্রতিনিয়ত। তার প্রভাব পড়ছে শিক্ষায় এবং শিক্ষার্থীদের মনোজগতে। আর কোন শিশু যেন সাইবার অপরাধের শিকার না হয়। আর কোন শিশু যেন সাইবার অপরাধী না হয়’- এই মূলমন্ত্র নিয়ে ন্যাশনাল চিল্ড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) বাগেরহাট জেলা ও সাইবার অপরাধ বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান ‘সাইবার লাইফ’ যৌথভাবে আয়োজন করে ‘শিক্ষায় সাইবার সচেতনতা’ শীর্ষক এই কর্মশালা।
শিশুদের এই সাইবার সচেতনা আন্দোলন বাগেরহাট থেকেই শুরু হলো। জেলা প্রশাসন, বাগেরহাটের তত্ত্বাবধানে আমরা এই জাতীয় আয়োজন আরও ব্যাপকভাবে করতে চাই এবং এর মাধ্যমে একজন থেকে বহুজনের মধ্যে সচেতনতা তৈরি হবে এবং সাইবার অপরাধ থেকে শিশুরা নিজেকে রক্ষা করতে পারবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মুছাব্বেরুল ইসলাম, সেভ দ্য চিলড্রেনের ডেপুটি ম্যানেজার, সিআরজি-সিপি, আবু জাফর মোহাম্মদ হোসেন, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী জনাব সাদাত রহমান। মুখ্য আলোচক ছিলেন সাইবার লাইফ এর প্রতিষ্ঠাতা জনাব মুনজুরুল করিম।
সঞ্চালনা করেন এনসিটিএফ বাগেরহাটের প্রেসিডেন্ট এস.এম. মানজুরুল ইসলাম সাজিদ। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে কথা বলেন ঢাকা মেট্রোপলিটান পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল বিভাগে সাইবার ক্রাইম ইউনিটের এডিসি নাজমুল ইসলাম ও সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট তামজিদ রহমান লিও। দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।