মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যান ফেডারেশন, বাগেরহাট জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠায় করনীয় এবং তাদের অধিকার বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।
আজ ১ লা মে বেলা ৩ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় দশানীতে শ্রমিক কল্যান ফেডারেশন বাগেরহাট জেলা শাখার সভাপতি এস এম রাহাতের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশন বাগেরহাট জেলা শাখার উপদেষ্টা এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশন বাগেরহাট জেলা শাখার আরেক উপদেষ্টা শেখ মো: ইউনুস সহ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।