পথচারী, দোকান মালিক, যানবাহনের যাত্রীদের মুখে মাস্ক না থাকায় প্রতিজনকে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত জরিমানা করে ভ্রাম্যমান আদালত। মোট ২২ জনকে ২ হাজার ১ শ’ টাকা জরিমানা করা হয়।
এসময় সঙ্গে ছিলেন ফুলবাড়ী থানার ওসি তদন্ত সারোয়ার পারভেজ সহ অন্যান্য পুলিশ সদস্যগণ । নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ জনসচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।