পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ও শরৎনগর বাজারে অবস্হিত বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ভাঙ্গুড়া থানা পুলিশের এর সদস্যরা সোমবার পর্নোগ্রাফি বিরোধী অভিযানে পর্নো ছবি, সিডি ও কম্পিউটার তল্লাসি করেছে।
ভাঙ্গুুড়া থানার ওসি নাজমুল হক (তদন্ত) সাংবাদিকদের জানান,গত ৪ -১-২০২১ তারিখ সোমবার বাজারে এ অভিযান চালানো হয়।
এ সময় ওসি নাজমুল হকের পরিচালনায় তার সঙ্গীয় ফোর্সের সাথে নিয়ে ভাঙ্গুড়া বাজার ও শরৎ নগর বাজারের বিভিন্ন মার্কেটের মোবাইলের দোকান, কম্পিউটারের দোকান, কম্পিউটারে মোবাইল গান লোডের দোকান সহ বেশ কিছু দোকানে তল্লাসি চালানো হয়।
এ সময় ওসি নাজমুল হক বলেন বিদেশী সংস্কৃতির আগ্রাসন ও সমাজের অপসংস্কৃতি রোধে ও
মানুষের মাঝে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে মাঝে, মাঝেই এ অভিযান পরিচালনা করা হবে।