গতকাল বৃহস্পতিবার মধ্যরাতের পর বৃষ্টিপাতের সময় আকস্মিক দমকা বাতাসে বসত ঘরের উপর গাছ চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের বারোঘরিয়া ডাঙ্গাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, এন্তাজুল ইসলাম ওরফে ঘুটু মিয়া(৫০) ও তার স্ত্রী মোমেনা বেগম (৪৫)। এ ঘটনায় আলৌকিকভাবে বেঁচে গেছে নিহতের পাঁচ বছর বয়সী নাতি মোজাহিদ। একই সময় অপর এক ঘটনায় সদর উপজেলার মহব্বত বাজিতপাড়ায় এক নারী বজ্রপাতে মারা যায়। নীলফামারী সদর উপজেলার কুন্দুুপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, গত বৃহস্পতিবার টিন শেডের একটি ঘরে তারা নাতিকে সাথে নিয়ে ঘুমিয়েছিলেন। এ সময় ঘরের পাশে থাকা দুইটি গাছ দমকা বাতাসে বসত ঘরের উপর পড়ে। এতে দুমড়ে মুচড়ে যায় ঘর। থানার অফিসারইনচার্জ(ওসি) আব্দুর রউপ জানান, আম ও মেহগনিগাছ বেষ্টিতছিলো ওই ঘরটি। ওই ঘরের ভিতর ঘুমিয়ে থাকা স্বামী-স্ত্রী চাপা পড়ে মারা যায়। এদিকে একই উপজেলার কচুকাটা ইউনিয়নের মহব্বত বাজিতপাড়ায় একই সময়ে রোকেয়া বেগম নামের এক নারী বজ্রপাতে মারা যায়।