নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এমভি রূপসী-৯ কার্গো জাহাজের আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার নৌ-আদালত।
পরোয়ানাভুক্ত আসামিরা হলেন-কার্গো জাহাজের মাস্টার রমজান আলী শেখ, মাস্টার মো. নুরুল আলম, ইনচার্জ ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. নাদিম হোসেন, লস্কর মো. সুমন হোসেন, মো. ইয়াসিন, সুকানি মো. জাহিদুল ইসলাম, গ্রিজার মো. রিয়াদ হোসেন।
মঙ্গলবার নৌ-আদালতের বিশেষ মহানগর হাকিম জয়নাব বেগম তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন বলে জানান নৌ-পরিবহন অধিদপ্তরে রাষ্ট্রপক্ষের আইনজীবী বেল্লাল হোসাইন।
এর আগে একই দিনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ বন্দরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক বাবু লাল বৈদ্য বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।
বেল্লাল হোসাইন জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করে।
গত রোববার নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে সিটি গ্রুপের মালিকানাধীন মালবাহী জাহাজ রূপসী-৯ এর ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ এমএল আফসার উদ্দিন। এ ঘটনায় বেশ কয়েকজনের লাশ উদ্ধার করা হয়্।