ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক বিকাশে বড় ভূমিকা নিতে চলছে আগর গাছ। আগামী ৭ বছরের মধ্যে এই রাজ্য থেকে ন্যূনতম ২ হাজার কোটি রুপির আগর মুম্বাইসহ বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সাবেক বামফ্রন্ট সরকার টানা ২৫ বছর রাজ্যের ক্ষমতায় থাকলেও তারা আগরের মূল্য বোঝেনি। তাই আগর গাছ কাটার অনুমোদন দেয়নি। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আগর চাষের অনুমোদন দিয়েছে এবং আগর সোসাইটি গঠন করেছে। ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার মাটি আগর চাষের জন্য খুব উপযুক্ত। তাই এই জেলা রাজ্যে আগর শিল্পের জন্য বড় ভূমিকা নেবে।