ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’
হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানায়, আগামী ১৬ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। তবে ভারতবর্ষে সিনেমাটি আসবে ২৫ ডিসেম্বর।
এর আগে চলিতি বছরের ৫ জন এবং পরবর্তীতে পিছিয়ে ২ অক্টোবর সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারিত হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আবারও বাড়ে প্রতীক্ষা।
সুপারহিরো চরিত্রে গাল গাদোত অভিষেক করেন ২০১৬ সালের ‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান’ সিনেমায়। এর পরের বছরই এককভাবে আবির্ভূত হন ‘ওয়ান্ডার ওম্যান’ হিসেবে।
‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন ক্রিস্টেন উইগ এবং ক্রিস পাইন। সিনেমাটি পরিচালনা করেছেন প্যাটি জেনকিন্স। ২০১৭ সালের ব্লকবাস্টার ‘ওয়ান্ডার ওম্যান’ সিনেমাটিও তিনিই পরিচালনা করেছিলেন।