কানাডায় ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার প্রয়োগ শুরু হয়েছে। গতকাল সোমবার দেশটিতে এই টিকার প্রয়োগ শুরু হয়। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার প্রয়োগ শুরু করল কানাডা। কানাডা ছাড়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এই টিকার প্রয়োগ শুরু করেছে।
টরন্টোর একটি অলাভজনক নার্সিং হোমের এক কর্মী অনিতা কুইডানজেন দেশটিতে টিকা পাওয়া প্রথম কয়েকজনের একজন। তাঁকে টিকা দেওয়ার দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
অনিতা টিকা নেওয়ার পর উপস্থিতি সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। অনিতা বলেন, প্রথমে টিকা নিতে পেরে তিনি উত্তেজিত। তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।
টিকার প্রয়োগ শুরু হওয়া প্রসঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘এটা একটা বড় স্বস্তি।’
তবে ট্রুডো তাঁর ডোজ এখনই নিচ্ছেন না। তিনি বলেছেন, ‘আমাদের অবশ্যই সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের প্রাধান্য দিতে হবে।’
ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার প্রথম চালান গত রোববার কানাডায় পৌঁছায়।