বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ১ টার দিকে উখিয়ায় ইনানী ফাঁড়ি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত মোটর সাইকেলসহ তাকে ইনানি থেকে আটক করতে সক্ষম হন।
উল্লেখ্য আটক দফাদারের বিরুদ্ধে ইয়াবা পাচারের সংবাদ প্রচার করায় স্থানীয় এক সাংবাদিকদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করে অনেক হয়রানি করেন তিনি। উক্ত মামলা গত মাসে আদালত যাচাই-বাছাইকে খারিজ করেদেন।
গ্রেফতারকৃত আসামি বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুর মোর্শেদ।