২৫ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় উপজেলা কনফারেন্স হলরুমে ক্রিড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সুস্থতা কামনা করে বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব। মন্ত্রী কোম্পানীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিড়া সামগ্রী প্রদান করায় প্রতিষ্ঠান প্রধানরা ধন্যবাদ জ্ঞাপন করেন।
ক্রিড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হাজী শামীম আহমদ শামীম, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরশাদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, ভাটরাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার), কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফী উদ্দিন রেনু, মাধ্যমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান আহমেদ, থানা সদর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল হক, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, দক্ষিণ রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রোকন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা আইসিটি অফিসার নাইম হাসান, যুবলীগের আহ্বায়ক আলা উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান প্রমুখ।