প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের রনজু মিয়ার শিশু কন্যা রিনতি আক্তার বাড়ির কাছের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এমন সময় উলিপুর-রংপুরগামী এমএন ক্লাসিক (নোয়াখালী-জ ১১০০৪২) নামের একটি মিনিবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ জনাব ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।