মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষকে বিনামূলে দেওয়া ঘর নির্মাণে ৯ জায়গা দুর্নীতি পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বেশকিছু ঘর হাতুড়ি-শাবল দিয়ে ভাঙা হয়েছে, কিছু ঘর অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আশ্রয়ণ প্রকল্পে নির্মিত কয়েকটি ভাঙা ঘরের ছবি দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা এই ঘরটায় তাকিয়ে দেখেন তো। এটা দেখে কি মনে হয় এটা ম্যাটেরিয়ালের জন্য ভাঙা বা এমনিই ভাঙা কি মনে হয়। এটা কি মনে হয় কেউ হাত দিয়ে ভেঙে ফেলেছে। ছবিটা দেখে কি মনে হয়? কেউ ভেঙেছে এটা মনে হচ্ছে না।
সরকার প্রধান বলেন, মাত্র ৯টা জায়গায় আমরা দেখেছি সেখানে একটু এদিক ওদিক করার চেষ্টা করা হয়েছিল। সেগুলো কিন্তু ধরা হয়েছে এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। (কয়েকটা ছবি দেখিয়ে) কিন্তু যখন ঘরগুলো তৈরি হচ্ছে তখন এই যে শাবল দিয়ে ফ্লোরগুলো..হাতুড়ি দিয়ে দরজা জানালাগুলো ভাঙা..তারও কিন্তু অনেকগুলো ধরা পড়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকদের কাছে এটাই হচ্ছে প্রশ্ন- আপনারা ভাঙা ঘরটা দেখলেন, কিভাবে ভাঙলো সেটা দেখেননি। একটা পিলার ওঠার পর মাঝখান দিয়ে ভেঙে ফেলা হলো ওই ভাঙা পিলারের ছবিটা নিয়ে দিলেন। ভাঙলো কিভাবে সেটা কিন্তু দেখেননি। কারা ভাঙলো দেখেননি। কারণ খোঁজেননি। কারা ভাঙলো আমি সেই উত্তরটা পাবো কোনদিন।
তিনি বলেন, আপনারা এইটুকু দেখলেন..আর যারা ভাঙার পরে আপনাদের কাউকে নিয়ে টেলিভিশনে দেখালো তখন কেন জিজ্ঞেস করলেন না যে এটা এভাবে কাটা কেন?জানালাটা কেটে ফেলা কেন? এটা কোন কিছু দিয়ে যে বাঁকা করা সেটা কেন চোখে পড়লো না আমাদের সাংবাদিক ভাইদের?
আওয়ামী লীগ সরকারের মহতী কাজকে প্রশ্নবিদ্ধ করতে অনেকে ঘর ভেঙেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, হতে পারে যারা দারিদ্র দেখিয়ে বাহির থেকে পয়সা এনে খায়। নিজেরা সম্পদশালী হয় তাদের আঁতে ঘা লেগেছে। এই গেলো এক গ্রুপ। আরেক গ্রুপ আওয়ামী লীগ এতবড় একটা কাজ করে ফেলছে, এই গরীব মানুষগুলো ঘরে দিয়েছে ফেলছে এটাও পছন্দ নাও হতে পারে।
শেখ হাসিনা বলেন, এখানে ম্যাটেরিয়ালের কোন অসুবিধা ছিল না। একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে ঘরগুলো যখন আমরা করলাম। আমাদের তো একটা হিসেব আছে একটা ঘর করতে কতো টাকা লাগতে পারে। কতো ইট লাগতে পারে, কত বালু-সিমেন্ট ইত্যাদি লাগতে পারে। সব হিসেবে করে এবং এগুলোর পরিবহন খরচ হিসেব করে টাকা দেওয়া হয়েছে। এই পাই পয়সা কিন্তু খরচ করেছে সবাই।